আগামী ২৭ অক্টোবর ২২ইং বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের উক্বাবে রাসুল সাঃ সম্মেলন ।


হাঃ হুসাইন আহমদ ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলা, ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখা'র উদ্যোগে আগামী ২৭ অক্টোবর ২০২২ইং, রোজ: বৃহস্পতিবার, আব্দুর রহমান কনভেনশন হল পানিধার বড়লেখা'য়
 🏁উকাবে রাসূল সা. সম্মেলন🏁
প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন: 
◑মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ  জিয়া উদ্দীন।
সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন:
◑এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী (সাবেক এমপি)।
সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
◑মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।
যুগ্ম-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
◑মাওলানা আব্দুল মালিক কাসিমী।
সাহিত্য সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
◑অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।
সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা।
◑মাওলানা মুফতি খায়রুল ইসলাম।
সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা।
◑মাওলানা শায়খ জামিল আহমদ আনসারী।
সেক্রেটারি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা।
◑মাওলানা শায়খ রমিজ উদ্দীন।
সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা।
বক্তব্য রাখবেন:
◑হাফিয মাওলানা ফরহাদ আহমদ।
ছাত্র বিষয়ক সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা।
◑ছাত্রনেতা আব্দুর রাহমান নাদিম।
প্রশিক্ষণ সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ।
◑ছাত্রনেতা মুহাম্মদ আল আমীন।
সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা।
◑মুহাম্মদ মাহদি হাসান।
সাধারণ সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা।

সভাপতিত্ব করবেন:
আবিদুর রহমান 
সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা।
দাওয়াতক্রমে:
◑হাসান আহমদ
সাধারণ সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা।

পরচমে নববী "উকাবে রাসূল সা. সম্মেলনে" সকলের উপস্থিতি, সহযোগিতা ও নেক দোয়া কামনা করি।


Comments

Popular posts from this blog

বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

২৭ শে অক্টোবর উক্বাবে রাসুল সাঃ সম্মেলন উপলক্ষে উপজেলা ব্যাপি দাওয়াতি সফর সম্পন্ন।