ছাত্র জমিয়ত কর্মীদের সর্বোচ্চ আদর্শের অধিকারী হতে হবে আল্লামা উবায়দুল্লাহ ফারুক ।
ছাত্র জমিয়ত কর্মীদের সর্বোচ্চ আদর্শের অধিকারী হতে হবে। -----আল্লামা উবায়দুল্লাহ ফারুক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক দা.বা. বলেছেন- "ছাত্র জমিয়ত বাংলাদেশ একটা আদর্শবাহী সংগঠন। এজন্য ছাত্র জমিয়তের প্রত্যেক কর্মীকে সর্বোচ্চ আদর্শের অধিকারী হতে হবে। আমল-আখলাকে অন্যদের অনুস্মরণীয় হতে হবে। পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। পাশাপাশি ছাত্র জমিয়তের কাজ করতে হবে। ইসলামী সিয়াসতের চর্চা করতে হবে। জমিয়ত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন- আমাদেরকে ভোটব্যাংক এর মালিক হতে হবে। তাহলে সবাই আমাদেরকে হিসেব করে চলবে। আমরা এ দেশে হরফে ইল্লতের মত থাকবো না বরং মালিকের মত থাকবো।" ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত "উকাবে রাসূল ﷺ সম্মেলন ও নাশিদ সন্ধ্যা'য়" প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ। গত ২৭-১০-২০২২ইং, বৃহস্পতিবার, বড়লেখা পৌর শহরে অবস্থিত 'আব্দুর রহমান কনভেনশন হলে' ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত "উকাবে ...